Help build the House for family of an Imam in BD
Assalamu Alaikum wa Rahmatullah !
Dear Brothers and Sisters I need your urgent assistance for my beloved brother in Bangladesh need to fix his house which is broken for long time ?
He has three sisters to give marriage so no one want to like their house in this situation?
Please you can donate your Zakat , Fitrah with big amounts so we can make him a good house please !
আমার একটা বড় পরিবার ভাইবোন ১০ জন ৫ ভাইর মাঝে বড় ভাই মাওলানা এর ছোট দুই ভাই হাফিজ মাওলানা আরো দুই হাফিজ মাদরাসায় পড়তেছে। বোন ৫ জন ৩ জন আলেমা হয়ে গেছেন। দুইবোন পরতেছেন মাদরাসায়। সবাই কওমি মাদরাসা থেকে পড়ালেখা। আব্বু একটা মসজিদের ইমাম ছিলেন বর্তমানে অবসরে। কষ্ট করে পড়ালেখা করিয়েছেন। এখন আমরা খাওয়া দাওয়া কষ্ট করে সুখে দুখে চলছে আলহামদুলিল্লাহ। এখন সবচে বড় সমস্যায় তা হলো আমাদের ঘর নাই একেবারে অবস্থা খারাপ বোনদের বিয়ে দিতে পারছিনা ঘরের জন্য। ঘর মাটি দিয়ে তৈরি করা হয়েছিল ৩০ বছর আগে অবস্থা খুব বেশী খারাপ। এখন ঘর তৈরী করার জন্য খুব চেষ্টায় আছি ।ঘরের অবস্হা খুব বেশী খারাপ কাউকে বলতে পারছিনা ।বোনদের বিয়ের বযবস্হা নিতে হবে । মেহমান কেউ আসলে থাকার জাগা নাই। আমার আত্মীয় কেউ এমন ধনি নাই যে তারা হেল্প করবা।
গ্রাম সোনাপুর ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড। মৌলভীবাজার সদর।
আমার একটা বড় পরিবার ভাইবোন ১০ জন ৫ ভাইর মাঝে বড় ভাই মাওলানা এর ছোট দুই ভাই হাফিজ মাওলানা আরো দুই হাফিজ মাদরাসায় পড়তেছে। বোন ৫ জন ৩ জন আলেমা হয়ে গেছেন। দুইবোন পরতেছেন মাদরাসায়। সবাই কওমি মাদরাসা থেকে পড়ালেখা। আব্বু একটা মসজিদের ইমাম ছিলেন বর্তমানে অবসরে। কষ্ট করে পড়ালেখা করিয়েছেন। এখন আমরা খাওয়া দাওয়া কষ্ট করে সুখে দুখে চলছে আলহামদুলিল্লাহ। এখন সবচে বড় সমস্যায় তা হলো আমাদের ঘর নাই একেবারে অবস্থা খারাপ বোনদের বিয়ে দিতে পারছিনা ঘরের জন্য। ঘর মাটি দিয়ে তৈরি করা হয়েছিল ৩০ বছর আগে অবস্থা খুব বেশী খারাপ। এখন ঘর তৈরী করার জন্য খুব চেষ্টায় আছি ।ঘরের অবস্হা খুব বেশী খারাপ কাউকে বলতে পারছিনা ।বোনদের বিয়ের বযবস্হা নিতে হবে । মেহমান কেউ আসলে থাকার জাগা নাই। আমার আত্মীয় কেউ এমন ধনি নাই যে তারা হেল্প করবা।
গ্রাম সোনাপুর ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড। মৌলভীবাজার সদর।