
Support Brother Rakib's Family After Tragic Loss of life.
Donation protected
"Inna lillahi wa inna ilayhi raji'un (To Allah we belong and to Him we shall return)
Our community is reeling in shock and grief as we mourn the tragic loss of our dear brother Rakib, who was taken from us in a senseless act of violence. He was from Jawara, ward no.2, Monoharganj, Bipulasar, 3572 Cumilla. Bangladesh.
We struggle to process the cruelty and injustice of his passing, and our hearts are heavy with sorrow As he was gunned down by unknown assailants on the Block of 6700 Walker Mill Rd, Capitol Heights, MD 20743. We pray for Allah to grant him martyrdom and the highest rank in Jannah.
As we come to terms with this devastating loss, we ask for your prayers, support, and solidarity and time. As a community, let us come together to help alleviate the financial burden on his loved ones. Any contribution, big or small, will go directly towards supporting his family during this difficult time.
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমাদের প্রিয় ভাই রাকিবের অকালে ও নির্মম মৃত্যুতে পুরো কমিউনিটি আজ শোকাহত ও স্তব্ধ। তার অকাল প্রস্থান আমাদের হৃদয়ে গভীর শোক ও কষ্টের সৃষ্টি করেছে। রাকিব ছিলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জোয়ারা, ২নং ওয়ার্ড, বিপুলাসার, ৩৫৭২ এলাকার বাসিন্দা।
আমাদের ভাইকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ৬৭০০ ওয়াকার মিল রোড, ক্যাপিটল হাইটস এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের হাতে নির্মমভাবে প্রাণ হারাতে হলো। এই অন্যায় ও অমানবিক ঘটনায় আমরা মর্মাহত এবং দিশেহারা। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন রাকিবকে শহীদের মর্যাদা প্রদান করেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন।
এই দুঃসময়ে আমরা আপনাদের সবার দোয়া, সমর্থন এবং সহযোগিতা কামনা করছি। পাশাপাশি রাকিবের পরিবারকে এই কঠিন সময়ে আর্থিক সহায়তা প্রদানের জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতাও তাদের জন্য অনেক বড় সহায় হয়ে উঠবে।
আসুন, আমরা সবাই একসঙ্গে রাকিবের পরিবারের পাশে দাঁড়াই এবং তাদের এই কঠিন সময়ে শক্তি যোগাই। মহান আল্লাহ আমাদের সবাইকে এই বিপর্যয় সামলে ওঠার তাওফিক দিন। আমিন।
Organizer

Mohin udddin
Organizer
Temple Hills, MD